জম্মু, ২০ জুলাই ( হি.স.) : কঠোর নিরাপত্তার মধ্যে বুধবার ভোর ৪ টায় জম্মু বেস ক্যাম্প ভগবতী নগর থেকে ৪৩৫৫ তীর্থযাত্রীর আরেকটি দল পহেলগাম এবং বালতালের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ছোট-বড় মোট ১৬৬টি গাড়ির মধ্যে এই ব্যাচ এসেছে। ব্যাচে ৩১২৩ জন পুরুষ, ১,০৯৭ জন মহিলা, ১৫ সাধু, ২৫ জন সাধ্বী রয়েছে। এখন এই বেস ক্যাম্প থেকে ১,২৪,৯০৭ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে, পহেলগাম এবং বালতাল রুটে আবহাওয়া খারাপ। তা সত্ত্বেও উভয় রুট থেকেই ভক্তদের অমরনাথে পাঠানো হয়েছে। আবহাওয়া দফতর ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।

