বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ব্যাঙ্ক কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷  ব্যাংক কর্মচারীরা ব্যাংক বেসরকারীকরণে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পালন করলেন৷ ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে তারা এ ধরনের কর্মসূচি পালন করেছে৷ কেন্দ্রীয় সরকার দেশের জনগণ এবং ব্যাংক কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা না করে ব্যাংক বেসরকারিকরণের প্রয়াস জারি রেখেছে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মচারী সংগঠনগুলি৷ সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়ন মঞ্চ ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে ৫৪তম ব্যাংক জাতীয়করণ দিবস উদযাপন ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে পালন করেছে৷ 

এ উপলক্ষে ব্যাংক কর্মচারী সংগঠনগুলির তরফ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ ব্যাংক কর্মচারী সংগঠনের এক শীর্ষ নেতা সঞ্জয় দাস বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দেশের কল্যাণের কথা চিন্তা করেই ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল৷ ব্যাংক জাতীয়করণ করার ফলে দেশের মানুষ ব্যাংক থেকে নানা সুযোগ-সুবিধা অতি সহজে গ্রহণ করতে পারতেন৷ কিন্তু বর্তমান সরকার ব্যাংক জাতীয়করণ থেকে বেসরকারিকরণ করার চেষ্টায় রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনস্বার্থে বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ময়দানে নেমেছে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠন৷ এর অঙ্গ হিসেবেই ব্যাংক জাতীয়করণ দিবসেই তারা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হন৷

ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার জাতীয় ব্যাংকগুলি বেসরকারিকরণের আর কোনো ধরনের চিন্তাধারা করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *