Vote:রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার লবিতে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বিধায়করা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার সারা দেশের সাথে রাজ্যেও ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়৷ বিধানসভার লবিতে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ পর্ব৷ শাসক বিরোধী সব গোষ্ঠীর মন্ত্রী বিধায়ক সংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণে সামিল হন৷ ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার সারা দেশের সাথে রাজ্যেও ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়৷ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হা৷ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয় ৷ নির্ধারিত শেষ সময়সীমা বিকাল ৫ টা পর্যন্ত৷ বিধানসভায় সোমবার এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়৷ ত্রিপুরা বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ত্রিপুরা থেকে ভোট দেওয়ার কথা  ৬২ জন৷ এর মধ্যে ৬০ জন বিধায়ক৷ ভোটারদের মধ্যে মধ্যে ৩৬ জন বিধায়ক বিজেপি’র, ৮ জন  আই.পি.এফ.টি দলের বিধায়ক, ১৫ জন  সি পি আই এম এবং কংগ্রেসের একজন বিধায়ক৷ রাজ্যের দুইজন সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরা ভোট দেন দিল্লির সাংসদ ভবনে৷  মুখ্যমন্ত্রী তথা বিধায়ক ডাঃ মানিক সাহা ভোট দিয়ে দৃঢ়তার সঙ্গে  বলেন, এ ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মু জয়ী হবে তা ১০০ শতাংশ নিশ্চিত৷  রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকারও৷ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ২০১৮ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি৷ তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ৷ এখানে সাধারণ জনগণ সরাসরি ভোট দেবেন না৷ বিধায়ক এবং সাংসদরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন৷ জয় পরাজয় নিয়ে জানতে চাওয়া হলে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এ নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের প্রার্থী এবং বিরোধী দলের প্রার্থী কে কত ভোট পাবেন তা নিয়ে বিতর্কের শেষ নেই৷ এ প্রসঙ্গে সরাসরি কোন মন্তব্য করতে নারাজ বিরোধীদল নেতা মানিক সরকার৷ তিনি স্পষ্টতই বলেন, ভোট গণনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন কিছু বলা নির্বুদ্ধিতার শামিল৷
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আশাবাদী দেশ একজন শক্তিশালী রাষ্ট্রপতি পাবে৷ তিনি আশা ব্যক্ত করে আরো বলেন, নতুন নির্বাচিত রাষ্ট্রপতি সঠিকভাবে দেশের দায়-দায়িত্ব পালন করবেন৷ সংবিধানের উপর যাতে কোন ধরনের আঘাত না আসে এবং সংবিধান বাঁচিয়ে রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন৷ ভোট-গণনা হবে ২১ জুলাই৷ রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেন৷ বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, অঙ্কের নিরিখে এগিয়ে আছেন এন ডি এ-র মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ আর বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার জন্য লড়াইটা মতাদর্শের বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *