আগরতলা, ১৭ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসার আড়াই মাইল এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়ে স্ত্রী বর্তমানে ধলাই জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ আহত গৃহবধূর নাম মৈতুরিমা রিয়াং৷ অভিযুক্ত স্বামীর নাম বিন রাম রিয়াং৷ ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক বিবাদ চলছিল৷ পারিবারিক বিবাদের জেরেই স্বামী তার স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে৷ হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয় স্ত্রী৷ ঘটনার খবর পেয়ে গৃহবধুর বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে গৃহবধূ ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা যায়৷
2022-07-17