Dead Body:পৃথক স্থানে পুরুষ ও মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ জুলাই৷৷ আমতলীর রানীরখামার এবং নলছড়ে দুটি পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় আমতলি থানা এলাকার রানীখামার রাবার বাগান থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রবিবার রাবার বাগানে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর পেয়ে পরিবারের লোকজনরা সেখানে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই ওই গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ এদিকে নলছড়ে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম অধীর নমঃ৷ রবিবার তার ঝুলন্ত মৃতদেহ নিজ ঘর থেকেই উদ্ধার করা হয়৷ জানা যায় অধীর নমঃ নামে ওই ব্যক্তি দুটি বিয়ে করেছিল৷ পারিবারিক অশান্তির জেরে দুজনেই বাড়ি ছেড়ে চলে গেছে৷ শেষ পর্যন্ত নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে অধীর নমঃ নামে ওই ব্যক্তি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *