জয়পুর, ১৬ জুলাই ( হি.স.) : দেশের আদালতে পাঁচ কোটিরও বেশি মামলা বিচারাধীন। এমন দৃঢ় পদক্ষেপ নিতে হবে যাতে আগামী দুই বছরে দুই কোটি মামলা কমে যায়। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ১৮তম অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিসেস অথরিটির বৈঠকে শনিবার ভাষণ দিচ্ছিলেন।
তিনি বলেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। হাইকোর্টে হিন্দি ও স্থানীয় ভাষায় কাজ করার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি এনভি রমনা বলেন, ফৌজদারি মামলা শাস্তির মতোই প্রক্রিয়া। দেশে বন্দি রয়েছে ৬ লাখ ১১ হাজার। এদের মধ্যে ৮০ শতাংশই বিচারাধীন বন্দি। তাদের নিষ্পত্তির প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করা উচিত।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, আইনজীবীদের ফি এক কোটি টাকা পর্যন্ত পৌঁছেছে। বিচারাধীন বন্দিরা বহু বছর জেলে থাকে। গেহলট বলেন, দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। হর্স ট্রেডিংয়ের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ভেঙে ফেলা হচ্ছে। রাজস্থানেও কোনও না কোনওভাবে সরকার টিকে আছে, নইলে এখানে অন্য মুখ্যমন্ত্রী দাঁড়াতেন।