নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ চাম্পাহাওর সড়ক সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়ার পরেও সরকার ও পূর্ত দপ্তর প্রতিশ্রুতির খেলাপ করেছে৷ প্রশাসনের প্রতিশ্রুতি খেলাপের প্রতিবাদে শুক্রবার ফের সিপাইহাওরে খোয়াই চাম্পাহাওয়র সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ৷ দীর্ঘদিন ধরেই খোয়াই-চাম্পাহাওর সড়কের বেহাল দশা৷ বেহাল সড়কের সংস্কার করার দাবী জানিয়ে এলাকাবাসীর গত কয়েকদিন আগে পথ অবরোধ আন্দোলনের শামিল হয়েছিলেন৷ প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে গিয়ে সড়ক সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ সে কারণেই প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদ জানিয়ে এলাকার জনগণ পুনরায় সিপাহী হাওরে খোয়াই চাম্পাহাওর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ মানুষের রাস্তা অবরোধ৷ খোয়াই-চাম্পাহাওর সড়কের বেহাল দশায় জন বিক্ষোভ চরমে পৌঁছেছে৷ গত সোমবার পূর্ত দফতরের এসডিওর প্রতিশ্রুতি অনুযায়ী সড়ক সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ মানুষ শেষ পর্য্যন্ত পুনরায় সড়ক অবরোধ করলেন৷ উল্লেখ, খোয়াই-চাম্পাহাওর সড়কের সিপাইহাওরে কয়েকশত নারী পুরুষ সকাল নয়টা থেকে সামিল হন সড়ক অবরোধ কর্মসূচিতে৷দাবি তুললেন দ্রুত সড়ক মেরামতি ও সংস্কারের৷ মারাত্মক বেহাল দশায় খোয়াই-চাম্পাহাওর সড়ক৷ পুরো রাস্তা জুড়ে বড় বড় অজস্র গর্ত আর খানাখন্দ৷ বৃষ্টির জল জমে যেন সড়ক এখন ছোটখাটো পুকুরের মতো৷ জলে কাদায় একাকার৷ যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে রাস্তা পারাপারও যেন দায়৷ ভেঙে বিপদজনক অবস্থা সড়কের৷ কতদিন যে কত দুর্ঘটনা ঘটে গেলো এখানে ওখানে তা বলে শেষ করা যাবে না৷ ক্ষুব্ধ মানুষেরা বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তাকেই বেছে নিতে হলো আন্দোলনের ক্ষেত্র হিসেবে৷ শেষ পর্যন্ত্য ঘন্টা তিনেকের বেশী সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসতে বাধ্য হন খোয়াই ব্লকের বি ডি ও সহ পূর্ত দপ্তরের খোয়াই সাব ডিভিশনের এস ডি ও৷তারা প্রতিশ্রুতি দেন দুুইদিনের মধ্যে সড়ক মেরামতির৷এরপর ক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ তুলে নেন৷ অবরোধকারীরা অবশ্য জানিয়ে যান, যদি কথা না রাখে কর্তৃপক্ষ, তাহলে আবারো হবে সড়ক অবরোধ৷ খোয়াই চাম্পাহাওয়ার সড়কটি সংস্কার করা হলে বিস্তীর্ণ এলাকার মানুষজন খোয়াই শহরে খুব সহজেই পৌঁছার সুযোগ পাবেন৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এ ব্যাপারে শীঘ্রই কাজে হাত দেওয়া হবে৷
2022-07-15