Covid Vaccine: ভারতে ১৯৯.৪৭ কোটি টিকাকরণ সম্পন্ন, দৈনিক নমুনা টেস্ট বেড়ে ৪.৫০-লক্ষের ঊর্ধ্বে

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯৯.৪৭-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে ভারতে। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষ ৯২ হাজার ৯৬৯ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,৪৭,৩৪,৯৯৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ জুলাই সারা দিনে ভারতে ৪,৫০,৮২০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, দৈনিক এই করোনা-পরীক্ষা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৬,৮৬,১৫,১৬৮-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৫০,৮২০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,০৩৮ জন।