নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুলাই৷৷ পুলিশ কনস্টেবলের বাইকের ধাক্কায় প্রাণ গেল নয় বছর বয়সী শিশুর৷ প্রতিবাদে পথ অবরোধে শামিল স্থানীয় জনগণ৷ এই ঘটনা সংগঠিত হয়েছে তেলিয়ামুড়ার লালটিলা এলাকায়৷ তেলিয়ামুড়া থানা এলাকার লালটিলা এলাকার বাসিন্দা কেবল নন্দীর তৃতীয় শ্রেণীতে পড়ুয়া নয় বছর বয়সী শিশু পুত্র টোটন নন্দী রাস্তা পার হতে যাওয়ার সময় দ্রুতগতিতে থাকা পুলিশ কনস্টেবল এর বাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছে৷
জানা যায়, গন্ডাছড়া থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেবাশীষ সেন তার ঘিলাতলীস্থিত বাড়ি থেকে তেলিয়ামুড়ার দিকে আসার পথে ছোট্ট ছোটন নন্দীকে সজোরে ধাক্কা দেয়৷ এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে টোটন৷ ঘটনাটি এলাকাবাসীরা প্রত্যক্ষ করে ফেলাতে গণপিটুনির ভয়ে তড়িঘড়ি গন্ডাছড়া থানার কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেবাশীষ সেন ঘটনাস্থল থেকে গুরুতর আহত টোটন নন্দীকে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দিয়ে চম্পট দেয়৷ তখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ছোট্ট টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করেন৷ কিন্তু জিবি হাসপাতালে পৌঁছে চিকিৎসা চলাকালীন সময়ে চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেয় নয় বছর বয়সি শিশুপুত্র টোটন নন্দী৷ ঘটনার খবর পৌঁছায় এলাকায়৷ তখন এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে তেলিয়ামুড়া খোয়াই সড়ক পথ অবরোধে বসেন৷ দীর্ঘক্ষণ চলতে থাকে এই পথ অবরোধ৷ অবরোধকারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া থানার ও.সি সুবিমল বর্মনের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী৷ অপরদিকে এলাকার শাসকদলীয় মাতববর পথ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে৷ মৃত শিশুর পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা একসময় ওই মাতববরকে তেড়ে যায় মারার জন্য৷যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে পথ অবরোধ৷ তেলিয়ামুড়া থানার পুলিশ ওই খাকি উর্দিধারী পুলিশ কনস্টাবলের বাইকটি তেলিয়ামুড়া থানায় নিয়ে গেলেও থাকি উর্দীধারী পুলিশ কনস্টেবলকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত বাইকের চালক পুলিশ কনস্টেবলকে আটক করতে পারেনি পুলিশ৷