নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কংগ্রেসের প্রতিটি সাংগঠনিক জেলায় সাংগঠনিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দলকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে৷ এর অঙ্গ হিসেবেই বুধবার বিলোনিয়ায় কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়৷
সংগঠনের শক্তিকে মজবুত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাঠে নামলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা৷ রাজ্যের আটটি জেলা হলেও কিন্তু কংগ্রেস দল সংগঠনের স্বার্থে নয়টি সাংগঠনিক জেলা গঠন করে চষে বেড়াচ্ছেন জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ উপনির্বাচনে চারটি কেন্দ্রের মধ্যে কংগ্রেস একটি আসনে জয়লাভের পর কংগ্রেস শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দেয়৷ সেই উৎসাহ উদ্দিপনাকে ধরে রাখতে সাংগঠনিক সভার মতো কর্মসুচি নিয়ে সংগঠন বিস্তারেরর জন্য একেবারে মাঠে ময়দানে ঝাপালেন প্রদেশ নেতৃত্বরা৷ কংগ্রেস দলের নয়টি সাংগঠনিক জেলাতেই ১৭ জুলাই অব্দি চলবে সাংগঠনিক সভা৷ বিলোনিয়া কংগ্রেস ভবনেও দক্ষিণ জেলার সাংগঠনিক সভা আয়োজিত হয় বুধবার দুপুরে৷
প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা ও সর্ব ভারতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং এর উপস্থিতিতে দক্ষিণ জেলার কংগ্রেস সভাপতি ও জেলা কার্যকারিনী সমস্ত সদস্য সহ ব্লক সভাপতিদের নিয়ে হয় এই দিনের সাংগঠনিক সভা৷ এছাড়াও ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, যুব নেতা অজিতাভ মজুমদার, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি ভোলানাথ ধর সহ অন্যান্য নেতৃত্বরা৷ এই দিনের আয়োজিত সাংগঠনিক সভাতে উপস্থিত জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতিদের কাছ সাংগঠনকে মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, আগামী দিনের কর্মসূচি গুলি বাস্তবায়ন করতে হলে, কি ভাবে করা যায় সেই রুপরেখার বিষয়ে মতামত জানতে চান প্রদেশ নেতৃত্বরা৷ জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের কাছ থেকে মতামত জানার পরেই শেষ হয় সাংগঠনিক সভা৷
সভা শেষে বিলোনিয়া কংগ্রেস ভবনেই আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন৷ বিশ্রামগঞ্জে আক্রমনের ঘটনায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিন্দায় সরব হন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আশিফ কুমার সাহা বলেন, জনগণের সমর্থন নিয়ে কংগ্রেস শক্তিশালী চেহারায় ফিরে আসছে৷ এই ভয়ে শাসক দল নানা জায়গায় নেতাকর্মী সমর্থক এমনকি পার্টি অফিস আক্রমণ করছে৷ সাংগঠনিক কাজ বন্ধ রাখার জন্য তারা বাধ্য করছে৷ আমরা কোন অবস্থাতে তাদের ষড়যন্ত্র সফল হতে দেব না ৷ সংগঠনকে শক্তিশালী করতে ধারাবাহিকতা বজায় রাখবে কংগ্রেস দল৷ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও কংগ্রেস দল এ ধরনের সাংগঠনিক সভার মধ্য দিয়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করবে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন৷