Presidential Election:রাষ্ট্রপতি নির্বাচন : ত্রিপুরায় এসে পৌছল ব্যালট বক্স ও ভোট সামগ্রী

আগরতলা, ১৩ জুলাই (হি. স.) : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট বক্স ও ভোট সামগ্রী ত্রিপুরায় এসেছে। ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ওই ব্যালট বক্স রাখা হয়েছে। ত্রিপুরার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ এবং সহকারী রিটার্নিং অফিসার সুইথুইফ্রু মগ আজ আগরতলা এমবিবি বিমানবন্দরে ওই ব্যালট বক্স ও ভোট সামগ্রী গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভার সদস্যরা ওই নির্বাচনে বিধানসভার লবিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। অবশ্য, ত্রিপুরা বিধানসভার দুই সদস্য মন্ত্রী রামপদ জমাতিয়া এবং সুধন দাস দিল্লিতে সংসদ ভবনে ভোট দেবেন। কারণ, জরুরী কাজে ওই সময় তাঁরা দুজনেই দিল্লিতে অবস্থান করবেন। এদিকে, ত্রিপুরার দুই সাংসদ বিধানসভার লবিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।এদিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ বলেন, আজ রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট বক্স ও ভোট সামগ্রী ত্রিপুরায় এসেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রং রুমে ব্যালট বক্স ও ভোট সামগ্রী রাখা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার বিধায়কগণ ও সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হওয়ার পর ১৯ জুলাই ভোট বন্দি ব্যালট বক্স কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দিল্লিতে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *