নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দারুণ বৈঠক হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা ছিলেন এই বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে অগ্নিপথ প্রকল্পের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সন্দেহ স্পষ্ট করেন।
প্রতিরক্ষা সচিব, তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রাজনাথ সিংয়ের পৌরহিত্যে প্রতিরক্ষা সংক্রান্ত কমিটিতে ২০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ১৩ জন লোকসভা এবং প্রায় ৭ জন রাজ্যসভা থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সদস্যদের মধ্যে রয়েছেন।