BSF:ঈদ উপলক্ষ্যে করিমগঞ্জে বাংলাদেশ সেনাদের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফ-এর

করিমগঞ্জ (অসম), ১০ জুলাই (হি.স.) : ঈদ-উদ-জোহা বা ঈদুল আযহা উপলক্ষ্যে আজ রবিবার করিমগঞ্জের সুতারকান্দি আন্তর্জাতিক সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জওয়ানদের মিষ্টি খাইয়েছেন বিএসএফ-এর জওয়ানরা।

আজ সকালে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার সুতারকান্দি শুল্ক বন্দর এবং বাংলাদেশের সিলেট জেলার শেওলা শুল্ক বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্ত বাহিনীর সেনারা বাংলাদেশের বর্ডার গার্ড জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ঈদ-উদ-জোহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বিশেষ উপলক্ষ এবং উৎসব যেমন দীপাবলি, হোলি, দুর্গাপূজার সময় বরাবর মিষ্টির আদান-প্রদান চলে এই সীমান্তে। কার্যকরভাবে আধিপত্য বজায় রেখে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে বিএসএফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।