শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী। শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা, সেই প্রচেষ্টা বানচাল করে এক জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। জঙ্গিদের পাল্টা হামলায় মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের। শহিদ সেনা জওয়ানের নাম-জসবীর সিং। তিনি ৬ জম্মু-কাশ্মীর রাইফেলসের সদস্য ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সতর্ক সেনাবাহিনী সেই প্রচেষ্টা রুখে দেয়, সেনা জওয়ানরা গুলি চালালে মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন জসবীর সিং নামে একজন সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, ৪টি পিস্তল, তিনটি একে-৪৭ ম্যাগাজিন, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৫টি হ্যান্ড গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।