কলকাতা, ৩ জুলাই ( হি. স.) : ভাটপাড়ার পর এবার জগদ্দলে শুট আউট। মদের আসরে যুবককে গুলি করে খুনের অভিযোগ। জগদ্দলের শান্তিনিবাসপল্লীর বাসিন্দা মৃত যুবক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনার নেপথ্যে রয়েছে পরিচিত কেউ।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আড়াইটে নাগাদ রোহিত বাড়ির লোকেদের ডাকাডাকি করতে থাকে। তার ডাকে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির লোকেরা। বাইরে বেরিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় রোহিত ছটফট করছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যে মারা যায় রোহিত।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। জগদ্দল থানার পুলিশ জানিয়েছে, রাতে ২৬ নম্বর রেলগেটের কাছে শিব মন্দির এলাকায় বন্ধুদের নিয়ে নেশা করতে গিয়েছিল রোহিত। নেশার জেরে খুন করা হয়েছে বলে অনুমান। তবে পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।