নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): চলতি বছরের জুন মাসে জিএসটি সংগ্রহ করা হয়েছে ১.৪৪ লক্ষ কোটি। গত বছরের একই মাসের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সীতারমন এদিন জানিয়েছেন, ১.৪০ লক্ষ কোটি টাকা হল মোটামুটি অন্তিম রেখা, আমাদের মাসিক জিএসটি সংগ্রহ এর নিচে যাচ্ছে না।
এর আগে মে মাসে জিএসটি সংগ্রহ ছিল প্রায় ১.৪১ লক্ষ কোটি টাকা। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে জিএসটি সংগ্রহ করা হয়েছে ১.৪৪ লক্ষ কোটি, গত বছরের একই মাসের তুলনায় ৫৬ শতাংশ বেড়েছে। ১.৪০ লক্ষ কোটি টাকা হল মোটামুটি অন্তিম রেখা, আমাদের মাসিক জিএসটি সংগ্রহ এর নিচে যাচ্ছে না।