আগরতলা, ৩০ জুন (হি. স.) : নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে মৌন অবস্থানে সামিল হয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। এদিনের এই মৌন অবস্থানে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
এদিন সুবল ভৌমিক বলেন, উপ নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে রাজ্য জুড়ে সন্ত্রাস। সুরমা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্রকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন প্লে কার্ড গলায় ঝুলিয়ে এদিন মৌন অবস্থানে সামিল হন তৃণমূল নেতৃত্বরা।
তিনি আরও বলেন, ত্রিপুরায় শান্তির বাতাবরণ সৃষ্টি করা দরকার। মুখ্যমন্ত্রীর ত্রিপুরার সন্ত্রাসের দিকে নজর রাখা উচিত। শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য দলের কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না, দাবি করেন তিনি।তাঁর কটাক্ষ, অন্য রাজনৈতিক দলের শুধু কিভাবে ক্ষমতায় আশা যায় সেটাই লক্ষ্য। নীতিহীন, আদর্শহীন রাজনীতি কায়েম করার চেষ্টা চলছে। ভারতীয় জনতা পার্টির অপশাসন, সন্ত্রাস থেকে ত্রিপুরাকে মুক্ত করতে চাইছি, জোর গলায় বলেন তিনি।

