ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।। আবারও ভাগ হলো পয়েন্ট। এবার পয়েন্ট ভাগ করলো তুইরূপা কামি এবং মৈতুলন ক্লাব। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হয়েছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন ( পিত্রা কামি ক্লাব)। ফলাফল ১-১। তুইরূপা কামির পক্ষে বিশ্বজিৎ দেববর্মা এবং মৈতুলন ক্লাবের পক্ষে সুবীর কুমার জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। ২৪ বছর ধরে চলছে ওই আসর। কিন্তু এখনও একটি ভালো স্টেডিয়াম পায়নি উদ্যোক্তারা। এমনিতে ত্রিপুরার ফুটবলের আতুরঘর হিসাবে পরিচিত কিল্লা এবং পিত্রাকামি। প্রতিবছরই ওই জায়গা থেকে বহু প্রতিভাবান ফুটবলার আগরতলা লিগে খেলে থাকেন। ফলে ওই জায়গায় ভালো মাঠের ব্যবস্থা করা হলে আখেরে লাভবান হবে রাজ্যই, মনে করছেন ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।
2022-06-29