মুম্বইয়ে বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ১৯, আইপিসি-র একাধিক ধারায় মামলা দায়ের

মুম্বই, ২৯ জুন (হি.স.): মুম্বইয়ের কুরলা এলাকায় ৪-তলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৯। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে, তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বহুতল ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মুম্বই পুলিশ সূত্রের খবর, ভারতীয় দন্ডবিধির ৩০৪(২), ৩০৮,৩৩৭, ৩৩৮ এবং ৩৪ নম্বর ধারার অধীনে অন্যান্য বাড়িওয়ালা এবং দিলীপ বিশ্বাস নামে একজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

গত সোমবার মধ্যরাতের দিকে আচমকাই ভেঙে পড়ে কুরলার নায়েক নগর সোসাইটিতে অবস্থিত আবাসিক বহুতলটি। বিল্ডিং ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার হয়েছে। ১৫ জনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *