গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : মোট ৪৯১ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় মেধা তালিকায় প্ৰথম স্থান দখল করেছেন দরঙের দেওমরনৈ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ধৃতিরাজ বাস্তব কলিতা। মেধা তালিকায় এছাড়া প্রথম দশে স্থান দখল করেছেন ২০ জন।
আজ সকাল ৯.০০টা বাজার সঙ্গে সঙ্গে ১৬টি ওয়েবসাইটে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত ২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। ঘোষিত বিজ্ঞান শাখায় ৩৩,৫৩৪ জনের মধ্যে পাশ করেছেন ৩০,৯১৫ জন। উত্তীৰ্ণের হার ৯২.১৯ শতাংশ। বিজ্ঞানে প্ৰথম বিভাগে ২০,১৭১, দ্বিতীয় বিভাগে ৯,৮৩৩ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৯১১ জন। পাশের হার ৯২.১৯ শতাংশ।
ঘোষিত ফলাফল অনুযায়ী ধৃতিরাজ বাস্তব কলিতা প্রথম স্থান দখলের পাশাপাশি দ্বিতীয় হয়েছেন ডিব্ৰুগড়ের সল্ট ব্ৰুক অ্যাকাডেমির অলঙ্কৃতা গৌতম বরুয়া। তাঁর প্রাপ্ত মোট নম্বর ৪৮৮।
৪৮৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের সুরজিৎ সূত্ৰধর।
৪৮২ নম্বর পেয়ে চতুৰ্থ স্থান দখল করেছে দুজন। তাঁরা নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের ঋত্বিক কুমার সূত এবং নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের আলড্ৰিন নাথ।
পঞ্চম স্থানও দুজনের দখলে গেছে। যৌথভাবে ৪৮১ নম্বর পেয়ে পঞ্চম হয়েছেন ডিব্ৰুগড়ের সল্ট ব্ৰুক অ্যাকাডেমির আইমন সোয়াইব এবং নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের রোহন শইকিয়া।
৪৭৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান লাভ করেছে ডিব্ৰুগড়ের ড. রাধাকৃষ্ণণ স্কুল অব আৰ্টস, কমাৰ্চ অ্যান্ড সায়েন্স-এর অভিলাষ দত্ত।
৪৭৭ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছেন দুই ছাত্র। কামরূপের দমদমা হায়ার সেকেন্ডারি স্কুলের দেবব্ৰত কলিতা এবং নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের বৈভব সনোয়াল।
অষ্টম স্থান দখল করেছে যোরহাটের প্ৰজ্ঞা অ্যাকাডেমির গৌরাঙ্গ ভূঞা। গৌরাঙ্গের মোট প্রাপ্ত নম্বর ৪৭৬।
৪৭৫ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে চারজন। তাঁরা বরপেটার কৃষ্ণকান্ত সন্দিকৈ সিনিয়র সেকেন্ডারি স্কুলের সপ্তঋষি কলিতা, নগাঁওয়ের কনসেপ্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের দেবাশিস শৰ্মা, নগাঁওয়ের রামানুজন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র যথাক্রমে বিক্ৰম নাথ ও প্ৰীতম সরকার।
৪৭৪ নম্বর পেয়ে দশম স্থান দখল করেছে পাঁচ জন। তাঁরা বরপেটার ভবানীপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুরজিত সাহা, ডিব্ৰুগড়ের ড. রাধাকৃষ্ণণ স্কুল অব আৰ্টস, কমাৰ্চ অ্যান্ড সায়েন্স-এর অন্তরীক্ষা মজুমদার, যোরহাটের প্ৰজ্ঞা অ্যাকাডেমির দুজন যথাক্রমে দেবজ্ঞান বরদলৈ ও কৃষণ হরলালকা এবং গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়ের বেদান্ত শৰ্মা।

