লাহোর, ২৫ জুন ( হি. স.) : পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত ভারতের মুম্বই হামলার হ্যান্ডলার সাজিদ মজিদ মীরকে সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তার দায়ে ১৫ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে। লস্কর এবং জামাত-উদ-দাওয়া সম্পর্কিত সন্ত্রাসবাদীদের অর্থ সহায়তা মামলায় এক আইনজীবী এই খবর দিয়েছেন।
এই আইনজীবীর মতে, এবছরের এপ্রিলে গ্রেফতার হওয়ার পর থেকে মীর কোট লাখপত জেলে বন্দি রয়েছেন। সন্ত্রাসবিরোধী আদালত সন্ত্রাসী সাজিদ মজিদ মীরকে ৪ লাখ টাকারও বেশি জরিমানা করেছে। অন্যদিকে, পাকিস্তানের পঞ্জাব পুলিশের অ্যান্টি-টেররিজম ডিপার্টমেন্ট সাজিদ মাজিদ মীরের সাজা নিয়ে কোনও তথ্য দেয়নি।
এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোট লাখপত কারাগারের একটি বদ্ধঘরে এই মামলার শুনানি হয়। সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে, পাকিস্তান ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বলেছে, তারা সাজিদ মীরকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা করেছে।