নয়াদিল্লি, ২৫ জুন ( হি. স.) : তিন দিনের সফরে কেরলে নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাড-এ পৌঁছবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ, এসএফআই কর্মীরা তাঁর কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই ঘটনার প্রতিবাদে কার্যালয় পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।
ওয়ানাড জেলা কংগ্রেস কমিটি (ডিসিসি) আগামী বৃহস্পতিবার রাহুল গান্ধীর এই সফরের জন্য একটি উত্সাহী সংবর্ধনার ব্যবস্থা করছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে, শুক্রবার এখানে রাহুল গান্ধীর অফিসে হামলার প্রতিবাদে শনিবার কালপেট্টায় কংগ্রেস দল একটি মহা সমাবেশের আয়োজন করছে।
মহা সমাবেশে যোগ দিতে এআইসিসি সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, কেরল বিধানসভার বিরোধী নেতা ভিডি সতীসান, কেপিসিসি সভাপতি কে সুধাকরণ সহ কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতা এখানে পৌঁছেছেন।
হামলার ঘটনায় এসএফআই ওয়ানাড জেলা সভাপতি জয়াল জোসেফ এবং জেলা সম্পাদক জিষ্ণু শাজি সহ ১৯ জন এসএফআই কর্মীকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে মুখ্যমন্ত্রী অতিরিক্ত মুখ্য সচিবকে (স্বরাষ্ট্র) তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ওয়ানাডে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিবাদ এভাবে প্রকাশ করা উচিত নয়। এটা মেনে নেওয়া যায় না।”