Uddhav Thackeray :বর্ষা বাংলো ছেড়েছি, মুখ্যমন্ত্রী পদ নয়, শেষ পর্যন্ত লড়ব : উদ্ধব ঠাকরে

মুম্বই, ২৪ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে শুক্রবার বলেন, তাকে যাতে লোভী বলা না হয়, একারণে তিনি বর্ষা বাংলো ছেড়েছেন। তবে এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, যারা বলতেন আমরা মরব, কিন্তু শিবসেনা ছাড়ব না, তারা আজ পালিয়েছে। শিবসেনা ভাঙতে চায় বিদ্রোহীরা। তাদের সাহস থাকলে বালাসাহেব ও শিবসেনার নাম না নিয়ে মানুষের মধ্যে যাওয়া উচিত।

শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বইয়ের সেনা ভবনে জেলা সভাপতিদের সভায় বক্তব্য রাখছিলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, আমি ক্ষমতা লোভী নই। আমার ঘাড়ে এবং মাথায় ব্যথা ছিল, আমি ঠিকমতো কাজ করতে পারছিলাম না। বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, শিবাজি মহারাজ পরাজিত হয়েছিলেন। কিন্তু মানুষ সর্বদা তাঁর পাশে ছিলেন। একনাথ শিন্ডের ছেলে, যিনি আজ বিদ্রোহ করছেন, তিনি শিবসেনার সাংসদ। আমি তাদের জন্য সবকিছু করেছি। এখন তিনি আমার বিরুদ্ধে নানা অভিযোগ করছেন।
উদ্ধব ঠাকরে বলেন, কে কোন সময়ে আপনার সঙ্গে কী আচরণ করেছে, তা মনে রাখা গুরুত্বপূর্ণ। সেদিন আমার মনের সব কথা বলেছিলাম। আজ আমার যা কিছু অবশিষ্ট আছে, তাও আপনাদের সবার সামনে তুলে ধরছি। বর্ষা বাংলো ত্যাগ করা মানে প্রলোভন ত্যাগ করা, জেদ ত্যাগ করা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *