মুম্বই, ২৪ জুন ( হি. স.) : মহাবিকাশ আঘাড়ি সরকার সম্পূর্ণ শক্তিশালী। তার মেয়াদ পূর্ণ করবে। এখন পথে নেমে সমাবেশ ও আদালতে দৃঢ়তার সঙ্গে লড়াই হবে। শুক্রবার একথা জানালেন শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত।
শুক্রবার মুম্বইয়ের যশবন্তরাও প্রতিষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল শিল্পমন্ত্রী সুভাষ দেশাই, সঞ্জয় রাউত এবং মহাবিকাশ আঘাড়ির অন্যান্য নেতাদের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের পরে রাউত সাংবাদিকদের বলেন, রাজ্যের বাইরে কিছু লোক ভুল পদক্ষেপ নিচ্ছে। আমরা তাদের ফিরে আসার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এসব মানুষ এখনও ফেরেননি। তাই এখন মহাবিকাশ আঘাড়ি সরকার কঠোর পদক্ষেপ নিতে রাজি হয়েছে। গুয়াহাটিতে যাওয়া বিধায়কদের চ্যালেঞ্জ করে মুম্বইতে ফিরে আসতে বলেছেন। মহাবিকাশ আঘাড়ি সরকার সব রকম লড়াই করতে প্রস্তুত।