ওয়াশিংটন, ২৩ জুন (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের আতঙ্ক যেন আর পিছুই ছাড়ছে না! দৈনিক কোভিড-আক্রান্তের সংখ্যা নিরন্তর বাড়ছে আমেরিকায়, মৃত্যুর সংখ্যাও রোজ চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৯৩,৮৩৭ জন। নতুন করে ৯৩,৮৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন মুলুকে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৮৮,৪৪৩,৩৯৮-এ পৌঁছেছে।
বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৩৯০ জনের প্রাণ। নতুন করে ৩৯০ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ১,০৩৯,৭৭১ জনের। মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮৪,১৫৩,৩৭৯ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৩,২৫০,২৪৮-তে পৌঁছেছে।