Earthquake :আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু এক হাজারের বেশি; লন্ডভন্ড দেশের দক্ষিণ-পূর্বাংশ, ধূলিসাৎ বহু ঘর-বাড়ি

কাবুল, ২২ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাংশে ভূমিকম্পে মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের, আহতের সংখ্যা অন্ততপক্ষে ৬১০। আফগানিস্তানে অনুভূত হওয়া ভূমিকম্প টের পাওয়া যায় ভারতের জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানেও। ভূমিকম্পের তীব্রতায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে লন্ডভন্ড হয়ে গিয়েছে সমস্ত কিছু, মাটিতে মিশে গিয়েছে বহু ঘর-বাড়ি। আফগানিস্তানের চারটি জেলা ভূমিকম্পের তীব্রতায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। নিহতদের বেশিরভাগই পাকতিকা প্রদেশের গিয়ান জেলার বাসিন্দা। পাকতিকা প্রদেশেই ২৫৫ জনের মৃত্যু হয়েছে ও ২৫০ জন আহত হয়েছেন। পাকতিকা প্রদেশের গিয়ান, নাকা, বারমাল ও জারোকি ভূমিকম্পে বিধ্বস্ত।

তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানিয়েছেন, পাকতিকা প্রদেশে মানুষের মৃত্যু হয়েছে বেশি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে। আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয় বুধবার ভোররাতে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের পাকতিকা, নানগড়হার এবং খোস্ত প্রদেশে এখনও পর্যন্ত ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ও ৬১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাকতিকা প্রদেশেই ২৫৫ জনের মৃত্যু হয়েছে, খোস্তে ২৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিস্তীর্ণ প্রান্তেও। ভূকম্পন টের পাওয়া গিয়েছে ইসলামাবাদ, মুলতান, ভাক্কার, ফালিয়া, পেশোয়ার, মালাকান্দ, মিয়ানওয়ালি, পাকপাট্টান ও বুনের প্রভৃতি স্থানে। যে সময় ভূমিকম্পে অনুভূত হয়, তখন পাকিস্তানের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। যাঁরা কম্পন টের পান, তাঁরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভারতের জম্মু ও কাশ্মীরেও কম্পন টের পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *