Rahul Gandhi: বিজেপির বিরুদ্ধে তোপ রাহুলের, বললেন সেনাবাহিনীকে দুর্বল করছে তাঁরা

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, “তাঁরা (বিজেপি) দেশের সেনাবাহিনীকে দুর্বল করছে, আবার নিজেদের জাতীয়তাবাদী বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নিতে হবে। দেশকে শক্তিশালী করার জন্য সত্যিকারের দেশপ্রেম প্রয়োজন, ভারতের তরুণ প্রজন্ম সে বিষয়ে সচেতন। এই প্রকল্পকে বাতিল হওয়া নিশ্চিত করব আমরা।”

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে দু’সপ্তাহে পাঁচ বার প্রায় ৫০ ঘণ্টা জেরা করেছে ইডি। এ প্রসঙ্গে এদিন রাহুল গান্ধী বলেছেন, ইডি এবং এই ধরনের সংস্থা আমাকে প্রভাবিত করতে পারবে না, এমনকি যে অফিসাররা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তাঁরাও বুঝতে পেরেছেন কংগ্রেসের কোনও নেতাকে ভয় দেখানো যায় না এবং দমন করা যায় না। রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “তাঁরা (বিজেপি) ‘এক পদ, এক পেনশন’ নিয়ে কথা বলত, কিন্তু এখন ‘নো র‍্যাঙ্ক অ্যান্ড নো পেনশন’। যুবকরা কঠোর পরিশ্রম করবে এবং তাঁদের বাড়িতে ফিরে যাবে। একবার তাঁরা অবসর গ্রহণ করলে, তাঁরা কোনও চাকরি পাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *