ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব যোগা দিবস। দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমায়ও যথাযোগ্য মর্যাদায় তা পালিত হয়েছে। মঙ্গলবার সকালে। বি কে আই মাঠে। মহকুমার ৭ টি স্কুলের প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় অনুষ্ঠানে। সুসজ্জিতভাবে র্যালি করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয় মূল অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সাজু ভাহিদ এ, বিলোনিয়া মিউনিসিপল কাউন্সিলের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, ও এস ডি কমলপদ দেববর্মা, ক্রীড়া দপ্তরের সহকারি আধিকারিক দেবাশিষ ভট্টাচার্য,দক্ষিণ জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব বাবুল চন্দ্র দেব। অনুষ্ঠানে অংশ নেয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসগর মহাবিদ্যালয়, আর্য কলোনি স্কুল, বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল, বিদ্যাপীঠ স্কুল, সারাসীমা স্কুল, বি কে আই, বিলোনিয়া বালিকা বিদ্যালয় এবং দক্ষিণ মির্জাপুর স্কুল। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে। উপস্থিত অতিথিরা যোগা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এর পর হয় যোগা প্রদর্শণ। শেষে সুসজ্জিত র্যালি করে আসার জন্য পুরস্কৃত করা হয় সারাসীমা স্কুলকে।
2022-06-21

