পাটনা, ১৯ জুন (হি.স.): মাঝ আকাশে পাখির ধাক্কায় আগুন ধরে গেল দিল্লিগামী স্পাইসজেট বিমান সংস্থার একটি বিমানে, যান্ত্রিক গোলযোগ ও বিমানে আগুন ধরে যাওয়ার কারণে দিল্লি উড়ে যাওয়ার পরিবর্তে পাটনা বিমানবন্দরেই ফিরে আসে স্পাইসজেট বিমান সংস্থার ওই বিমান।
দিল্লিগামী ওই যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে আচমকাই আগুন লাগে। রবিবার পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। কিন্তু টেক অফ করার কিছুক্ষণ পরেই আগুন লেগে যায় বিমানের একাংশে। যার জেরে ফের পাটনা বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় বিমানটিকে। প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হয়। পরে ডিজিসিএ জানিয়েছে, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।
বিমানটিতে ১৮৫ জন যাত্রী সফর করছিলেন। তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, টেক-অফের পরই এসজি ৭২৫ স্পাইসজেট বিমানের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তার পরই জেলা প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন, সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পাটনা বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছে, যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, দিল্লিগামী স্পাইসজেট বিমানটি পাখির আঘাতে পাটনায় ফিরে আসে এবং একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সমস্ত যাত্রী নিরাপদ।