নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্প দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি ময়দান পুনঃউন্নয়ন প্রকল্পের অধীনস্ত প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের মূল টানেল এবং পাঁচটি আন্ডারপাস দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। রবিবার সকালে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের উদ্বোধন করার পর নিরীক্ষণও করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও পীযূষ গোয়েল প্রমুখ।
৯২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত, কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যে এই প্রকল্পটির মূল লক্ষ্য প্রগতি ময়দানে তৈরি করা নতুন বিশ্বমানের প্রদর্শনী এবং সম্মেলন কেন্দ্রে মসৃণ প্রবেশাধিকার প্রদান করা, যার ফলে সেখানে অনুষ্ঠিত অনুষ্ঠানগুলিতে প্রদর্শক এবং দর্শকদের সহজে অংশগ্রহণের সুবিধা হয়। এদিকে, রবিবারই প্রধানমন্ত্রী মোদী বিকেল পাঁচটা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪ তম দাবা অলিম্পিয়াডের জন্য