সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে দুই ভাইয়ে মারপিট, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের আক্রমণে অপর ভাই গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷
পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি৷ ঘটনাটি জানিয়ে বড় বোন সরস্বতী বর্মন শনিবার রাধা কিশোর পুর থানায় অভিযোগ দায়ের করেন৷ সাংবাদিকদের সামনে বড় বোন জানান দীর্ঘ দিন ধরে বিশালগড় থানাধীন লালসি মুড়া রামছড়া এলাকায় দুই ভাই বসবাস করে আসছে পৈতৃক জায়গায়৷কিন্তু ইদানিং ছোট ভাই সঞ্জয় বর্মনকে জায়গা গুলি বিক্রির জন্য মেঝ ভাই রঞ্জন বর্মণ চাপ দিতে থাকে৷ ছোট ভাই রাজী না হওয়ায় গত বুধবার দিন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে মেঝ ভাই রঞ্জন তার ছোট ভাই সঞ্জয়কে মারধোর করে৷আর এতে আহত হয় সঞ্জয়৷বৃহস্পতিবার দিন উদয়পুর ধবজনগরে বড় বোন সরস্বতী বর্মনের বাড়িতে চলে আসে সঞ্জয়৷বোনকে সব ঘটনা জানায়৷আর সঙ্গে সঙ্গে ভাইকে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়৷শনিবার দিন বড় বোন মেঝ ভাইরের বিরুদ্ধে  মামলা করার জন্য রাধা কিশোর পুর থানায় ছুটে আসেন৷ঘটনা বিশালগড় থানাধীন হওয়াতে রাধা কিশোর পুর থানার পুলিশের পরামর্শে  বিশালগড় থানায় গিয়ে মেঝ ভাই রঞ্জন বর্মণ সহ তার শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা করা হবে বলে বড় বোন সরস্বতী বর্মণ জানান৷ বর্তমানে ছোট ভাই সঞ্জয় গুরুতর আহত অবস্থায়  গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *