পঞ্চমহল, ১৮ জুন (হি.স.): গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের চূড়ায় নবনির্মিত শ্রী কালিকা মাতা মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে কালিকা মাতা মন্দির উদ্বোধন করার পর পূজার্চনাও করেছেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখেন মন্দির চত্বর। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। পাহাড়ের উপর অবস্থিত প্রসিদ্ধ ওই মন্দিরে পৌঁছতে হলে আড়াইশোটি সিঁড়ি পেরোতে হয়।
এদিনই বেলা সাড়ে এগারোটায় বিরাসৎবন ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাদোদরায় গুজরাট গৌরব অভিযানে অংশ নেবেন। সেখানে ২১ হাজার কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। প্রধানমন্ত্রী এখন গুজরাট সফরে রয়েছেন।

