জাস্ট ক্রিকেট, কর্ণাটক, ১৭ জুন।। ফাইনালের দোরগোড়ায় মুম্বাই। এখন শুধু সময়ের অপেক্ষায়। সেমিফাইনালে পিছিয়ে ছিটকে যেতে হচ্ছে উত্তরপ্রদেশকে। রঞ্জি ট্রফি সেমিফাইনাল ম্যাচ চলছে কর্নাটকের জাস্ট ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে। মুম্বাই বনাম উত্তরপ্রদেশের মধ্যে। মুম্বাই এই মুহূর্তে অর্থাৎ চতুর্থ দিনের খেলা শেষে ৬৬২ রানে এগিয়ে রয়েছে। হাতে তাদের এখনও ৬ উইকেট বর্তমান। আগামীকাল, শনিবার ম্যাচের পঞ্চম তথা অন্তিম দিনে উত্তর প্রদেশ দৃঢ়তাপূর্ণ ব্যাট করলে ম্যাচটা হয়তো ড্রতে শেষ হবে। প্রথম ইনিংসে মুম্বাই ২১৩ রানে লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে মুম্বাই এ পর্যন্ত ১৪৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৪৪৯ রান সংগ্রহ করে নিয়েছে। স্বাভাবিক কারণে আগামীকাল মুম্বাই উত্তরপ্রদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানালেও জয়ের জন্য উত্তরপ্রদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াবে ৬৬৩ রানের। যদিও উত্তরপ্রদেশের কাছে তা অনেকটাই অসম্ভব বিষয়। প্রথম ইনিংসে মুম্বাইয়ের যশস্বী ভূপেন্দ্র জয়সওয়ালের শতরান এবং হার্দিক জিতেন্দ্রর ১১৫ রান উল্লেখযোগ্য। উত্তরপ্রদেশের পক্ষে বড় স্কোর শিভম মাভির ৪৮ রান। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের যশস্বী ভূপেন্দ্র ১৮১ রান সংগ্রহ করেন। আরমান জাফরের ১২৭ রানও উল্লেখযোগ্য। বোলিংয়ে মুম্বাইয়ের করণ শর্মা ৪৬ রানে ৪ উইকেট পেয়েছিল।
2022-06-17