মুষলধারে বৃষ্টি, আগরতলায় কৃত্রিম বন্যা পরিস্থিতি

আগরতলা, ১৭ জুন (হি. স.) : সকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলে শহর আগরতলায় কৃত্রিম বন্যা পরিস্থিতি হয়েছে। শহরের মূল রাস্তাগুলি জলে থৈ থৈ করছে। শুধু তাই নয়, পশ্চিম জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বার এসোসিয়েশনের ঘর পুরো জলমগ্ন হয়ে পড়েছে। বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যহত হয়েছে। বেশ কয়েকটি অফিসেও জল ঢুকে গেছে। রাস্তায় জলের পরিমাণ এতটাই বেশি ছিল, একটি স্কুল বাস মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। দমকল কর্মীদের সহায়তায় ছাত্রছাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা আগরতলা শহরের পরিস্থিতি পর্যালোচনায় ইন্দ্রনগর আইটি ভবনে গেছেন। সেখান থেকে বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ ভোরে এবং সকাল আনুমানিক এগারটা থেকে বৃষ্টিপাতের কারণে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। সকাল এগারটা থেকে মুষলধারে বৃষ্টি লাগাতর চলছে। ফলে, জল নিষ্কাশনি ব্যবস্থা পুরোদস্তুর বিপর্যস্ত হয়ে পড়েছে। পুর নিগমের দাবি, আগরতলায় সমস্ত পাম্প হাউজ লাগাতর প্রতিনিয়ত কাজ করে চলেছে। কিন্ত, বৃষ্টির পরিণাম অত্যাধিক হওয়ায় সামাল দেওয়া মুশকিল হচ্ছে।

আজ আগরতলায় বনমালিপুর, পূর্ব থানা রোড, মহানাম অঙ্গন সরণি, জেকশন গেইট, আর এম এস চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী, কর্ণেল চৌমুহনী, হরিশ ঠাকুর রোড, বিজয়কুমার চৌমুহনী, আইজিএম চৌমুহনী, শিশু বিহার স্কুলের রাস্তা ও পেছনের গলি, ধলেশ্বর, নেতাজী চৌমুহনী, নর্থ গেইট, লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড, হারাধন সংঘ, প্রগতি রোড, শকুন্তলা রোড, মন্ত্রীবাড়ি রোড এবং চন্দ্রপুর ও বলদাখাল এলাকা জলে টই টুম্বুর। অটো কিংবা ছোট গাড়ি যাতায়াতের পক্ষে সম্ভবব হচ্ছে না। তাছাড়া, ওই রাস্তাগুলি নিয়মিত যান চলাচল ব্যাহত হওয়ায় শহরের অন্যান্য রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে।

যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কালঘাম ছুটছে। কারণ, বৃষ্টি থামছে এবং জল নামছে না। আবহাওয়া দফতর জানিয়েছে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় ১৪৫.৬ এমএম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রাত পর্যন্ত টানা বর্ষণ হবে। ফলে, আগরতলার পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে, বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে। কারণ, হাওড়া নদীর জলস্তর ক্রমেই বিপদসীমার কাছাকাছি পৌছে গেছে।