Assam : অরুণাচলের ১২টি জেলায় ভারী বৃষ্টি, জলস্তর বৃদ্ধি অসমে নেমে আসা ২০টি নদীর

ইটানগর, ১৬ জুন (হি.স.) : আগামী ১৯ জুন পর্যন্ত অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারত সরকারের ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্টের গুয়াহাটি কেন্দ্রের প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অরুণাচল প্রদেশের ১২টি জেলায় ১৯ জুন রবিবার রাত পর্যন্ত অবিরাম প্রবল বৃষ্টি হতে পারে।

এই জেলাগুলি ছাড়া বাকি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে টানা বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিম কামেং জেলা, পূর্ব কামেং জেলা, লোয়ার সুবনশিরি জেলা, ক্রা দাদি জেলা, পাপুমপারে জেলা, সিয়াং জেলা, আপার সিয়াং জেলা, দিবাং ভ্যালি জেলা, লোয়ার দিবাং ভ্যালি জেলা, লোহিত জেলা, চাংলাং জেলা, তিরাপ এবং লংডিং জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যার জেরে অরুণাচল প্রদেশের প্রধান পাঁচ নদী লোহিত, সিয়াং, সুবনশিরি, কামেং ও তিরাপ নদীর জলস্তর আরও বাড়বে।

উল্লেখ্য, এই পাঁচটি নদীর পাশাপাশি অরুণাচল প্রদেশ থেকে আরও ২০টিরও বেশি নদী অসমে প্রবাহিত হচ্ছে। সমস্ত এই নদীগুলির জলস্তরের ক্ষমতা অতিক্রম করেছে বলে জানা গেছে। অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিধসের খবরও আসছে। অসমের মার্ঘেরিটা-চাংলাং সংযোগকারী মহাসড়কে ধস পড়ায় জেলা প্রশাসন ওই সড়ক বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *