নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): আসন ছাড়াও প্রাণায়ামের বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে যোগাভ্যাসে। টুইট করে দেশবাসীকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার যোগাভ্যাসের একটি ভিডিও টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন ছাড়াও যোগায় রয়েছে বিভিন্ন ধরনের প্রাণায়াম যেগুলির বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে। আপলোড করা ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, এই ভিডিও-তে আছে ওই সব প্রাণায়াম সম্পর্কে বিশদ বিবরণ।
খুব বেশি দিন আর বাকি নেই, আগামী সপ্তাহে অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী জানালেন, আসন ছাড়াও যোগায় রয়েছে বিভিন্ন ধরনের প্রাণায়াম যেগুলির বহুধরনের স্বাস্থ্যগত সুফল আছে। দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, যোগাভ্যাস নিয়ে মাঝেমধ্যেই টুইট করছেন প্রধানমন্ত্রী। যোগের সুফল সম্পর্কে দেশবাসীকে অবগত করছেন প্রধানমন্ত্রী।