Accident : কল্যাণপুরে দূর্ঘটনায় গুরুতর আহত গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৫ জুন৷৷ আজ সকালে দ্বারিকাপুর এলাকায় একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি সবজি বোঝাই গাড়ি৷ তাতে গুরুতর আহত হয় গাড়ির চালক কিরণ দেববর্মা (৩৫)৷ জানা গেছে মোহরছড়া বাজারে আজ হাট-বাজার ছিল৷ হাট-বাজারে কিরণ দেববর্মা সহ আরো বেশ কয়েকজন ব্যবসায়ী সবজি ক্রয় করে গাড়িতে বোঝাই করে খোয়াইয়ের উদ্দেশ্যে রওনা দেয়৷ দ্বারিকাপুর সড়কে পৌঁছলে হঠাৎ করে একটি গরুর গাড়ির সামনে চলে আসে৷ তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়৷ এতে গুরুতর জখম হয় গাড়ির চালক৷ খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আহত কিরণ দেববর্মাকে নিয়ে আসে কল্যাণপুর হাসপাতালে৷ বর্তমানে কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *