ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। দ্বিতীয় পর্বের শিবিরে ডাক পেলো ২৬ জন ক্রিকেটার। ১৫ জুন থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৬ ওই শিবির। দ্বিতীয় পর্বের শিবিরে ডাক পেলো মহকুমার ক্রিকেটাররা। বাছাই করা ক্রিকেটারদের ১৫ জুন দুপুর ১২ এম বি বি স্টেডিয়ামে চিফ কোচ গৌতম সোমের কাছে রিপোর্ট বলা হয়েছে। আগামী মরশুমে অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ভালো ফলাফলের লক্ষ্যেই ওই শিবিরের উদ্যোগ বলে জানা গেছে। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হল:অনিশ দাস, সুব্রত চক্রবর্তী, কনভ চক্রবর্তী, রাজেশ পাল, সঞ্জয় সরকার, শুভ্রজিৎ ভৌমিক, সন্দীপ শীল, শৌভিক চক্রবর্তী, কার্তিক পাল, অভিক পাল, রিয়াজুল ইসলাম, জুয়েল আহির, রূবেল আহমেদ, দীপঙ্কর ঋষি দাস, বিশাল দাস, দ্বীপজয় সিনহা, দেবব্রত ঋষি দাস,কুশ রায়, সুরজ গুরুং,আকাশ নাথ, ইমন ত্রিপুরা, ধোনি রিয়াং, আয়ুষ শ্যামল দেবনাথ, গৌরব রায়, শুভজিৎ সূত্রধর এবং শরিপ উদ্দিন। চিফ কোচ: গৌতম সোম, কোচ: রাশুদেব দত্ত, সুজিৎ রায়, সুবল চৌধুরি, সন্দীপ ব্যানার্জি, অনুপ কুমার দাস, দেবব্রত চৌধরি, অনুপম দে। ট্রেণার: উত্তম কুমার দে, অজিতাভ নাথ, সুখেন্দু দে। ফিজিও রাজন চৌধুরি।
2022-06-14