ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। রাজ্য অনূর্ধ্ব-১৭ দাবা প্রতিযোগিতা আজ। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হলে আজ সকাল ৯ টায় শুরু হবে আসর। বালক এবং বালিকা উভয় বিভাগে হবে আসর। ওই আসর থেকে দুই বিভাগে শীর্ষ স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। এবছর অনূর্ধ্ব-১৭ জাতীয় আসর হবে ওড়িশার ভুবনেশ্বরে। ১-৯ জুলাই হবে আসর। রাজ্য আসর থেকে জাতীয় আসরের জন্য বাছাই করা হবে ত্রিপুরা দল। আসরে বালক বিভাগে ২০ জন এবং বালিকা বিভাগে ১২ জন দাবাড়ু অংশ নিয়েছে।
2022-06-10