ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জুন।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বিবেকানন্দ ক্লাব। এই জয়ের সুবাদে আপাতত বিবেকানন্দ ক্লাব পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরসিসি। বিবেকানন্দ ক্লাব নিজেদের শেষ ম্যাচে পুরো ৪ পয়েন্ট পেয়েছে। ৬ দলীয় আসরে ৫ ম্যাচ থেকে থেকে তিনটিতে জয় ও একটিতে টাই এবং একটিতে নো-রেজাল্টের সুবাদে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে। আরসিসি মুখিয়ে রয়েছে পরবর্তী অর্থাৎ লিগে নিজেদের শেষ ম্যাচে দেবার্পিত ক্রিকেট একাডেমির সঙ্গে খেলায় জয় ছিনিয়ে শীর্ষস্থানে উঠে আসার। আজ খেলা ছিল রাঙ্গামাটি গ্রাউন্ডে। আয়োজক অমরপুর ক্রিকেট এসোসিয়েশন। সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের ১৩তম ম্যাচে আজ বিবেকানন্দ ক্লাব চার উইকেটের ব্যবধানে বিজয়ী হয়েছে। লো স্কোরিং ম্যাচে আজাদ হিন্দ ক্লাব ব্যাটিং ব্যর্থতার শিকার হয়েছে। সকালে ম্যাচ শুরুতে একটু দেরি হওয়ায় এক ওভার কমিয়ে নেওয়া হয়েছিল। টস জিতে আজাদ হিন্দ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ২০.৪ ওভার খেলে আজাদ হিন্দ ক্লাব সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে শুভঙ্কর দাস সর্বাধিক ২০ রান পায়। অতিরিক্ত খাতে ১৮ রান না পেলে তাদের স্কোর পঞ্চাশও হতো না। বিবেকানন্দ ক্লাবের রতন জমাতিয়া একাই পাঁচটি উইকেট তুলে নেয় মাত্র ৯ রানের বিনিময়ে। এছাড়া, টুটন সরকার দুটি এবং অজয় জমাতিয়া, গৌতম দাস ও গৌতম দাস গুপ্ত প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বিবেকানন্দ ক্লাব ১৬.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে সহজেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তবে আজাদ হিন্দ ক্লাবের রানা নাগ ও হৃদয় দাসের বোলিংয়ে বিবেকানন্দ ক্লাব প্রথম বলে উইকেট হারানো থেকে শুরু করে ৪৪-এর মধ্যে চার উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়েছিল। দেবোত্তম ঘোষের ১৬ রান, রতন জমাতিয়ার ১৪ রান এবং গৌতম দাসের অপরাজিত ১৪ রান দলকে সহজ জয় এনে দেয়। আসলে লো স্কোরিং টার্গেট হওয়াতে বিবেকানন্দ ক্লাবের তেমন চাপে পড়তে হয়নি। মূলতঃ রতন জমাতিয়ার বিধ্বংসী বোলিং-এর সৌজন্যে বিবেকানন্দ ক্লাব চার উইকেটে জয়ী হয়ে ৪ পয়েন্ট পেয়েছে।
2022-06-10

