ধর্মনগর, ১০ জুন : মাছ ধরতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে লাশ হয়ে ফিরলেন ৫৫ বছরের এক বৃদ্ধ। মৃত বৃদ্ধের নাম প্রবিন্দ্র নাথ। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পশ্চিম রাধাপুর গ্রামে ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, শুক্রবার সকালে পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে একটি জলাশয়ে মৃতদেহ ভেসে উঠে। এই মৃতদেহটি পবীন্দ্র নাথের বলে জানা গেছে। বুধবার রাতে তিনি মাছ ধরতে বের হয়েছিলেন। রাতে বাড়ি ফিরে আসেননি। পরের দিন বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজ নেন। কিন্তু খবর না পেয়ে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। শুক্রবার তার বাড়ির পেছনে জলাশয়ে মৃতদেহ ভেসে উঠে। ছেলে সহ পরিবারের অন্যান্যরা মৃতদেহটি শনাক্ত করেছেন।ঘটনার খবর পেয়ে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ধর্মনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত জারি রেখেছে। তবে হঠাৎ করে ৫৫ বছরের ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট আসুক। তারপর মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।