আগরতলা, ৭ জুন(হি. স.): মনোনয়ন জমা দিয়েই উপনির্বাচনে প্রচারে ঝড় তুললেন টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত সহ দলীয় কর্মীদের আজ বাড়ি বাড়ি প্রচারে গেছেন তিনি।
প্রসঙ্গত, সোমবার উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ডা: মানিক সাহা। আজ সকাল সাড়ে সাতটা থেকে তিনি প্রচারে বেরিয়ে গেছেন। বাড়ি বাড়ি গিয়ে সকলের খোঁজ নিয়েছেন। সাথে ভোট প্রার্থনা করেছেন।
এদিন তিনি বলেন, প্রচারে বেরিয়ে জনগণের দারুন সাড়া পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকারের কাজকর্মের সুফল দেখতে পাচ্ছি। তিনি ১০০ শতাংশ নিশ্চয়তার সাথে বলেন, উপনির্বাচনে জিতবই। সাথে তিনি যোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পরিচালিত সরকারের কাজকর্মের বর্ণনা দিয়ে জনগণের কাছে লিফলেট বিলি করা হচ্ছে।