Campaign Door To Door : বড়দোয়ালী কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট প্রচার বামফ্রন্ট প্রার্থী

আগরতলা, ২ জুন৷৷ ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রচারে শামিল হয়েছেন বামফ্রন্ট প্রার্থী৷ এই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হন৷ বৃহস্পতিবার সকালে শান্তিপাড়া এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি৷ দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে জনগণের সেবা সুযোগ করে দিতে আবেদন জানিয়েছেন তিনি৷

ভোট প্রচারকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বলেন, তিনি জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন৷ তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষ প্রচন্ড ত্রাসের মধ্যে রয়েছে৷ এই আতঙ্ক এবং সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চেষ্টা চালাচ্ছেন৷ এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই বিকল্প হিসেবে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে তিনি গণদেবতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথপুর সরকার বলেন, বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে একমাত্র বিকল্প পথ হল বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা৷ তিনি বলেন রাজ্যে একমাত্র বিকল্প হলো বামফ্রন্ট৷ শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে বামফ্রন্ট একমাত্র বিকল্প বলে তিনি উল্লেখ করেন৷

ভোট প্রচারে গিয়ে তিনি সবচেয়ে বেশি কোন বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন জানতে চাওয়া হলে ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার বলেন, বর্তমান বেকার সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদিকে সামনে তুলে এনে গণদেবতাদের কাছে ভোট প্রার্থনা করছেন৷ তাঁর বক্তব্য, বর্তমানে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই৷ লুটের রাজত্ব চলছে৷ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি স্বচ্ছ সরকার ও প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে নজির স্থাপন করার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷

প্রসঙ্গক্রমে তিনি বলেন হয়তো চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হলেও বর্তমান সরকারের পরিবর্তন হবেনা। কিন্তু পরবর্তী বিধানসভা নির্বাচনে এটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *