মুম্বই, ১ জুন (হি. স.) : ‘আমার কন্ঠ হারিয়ে ফেললাম’। প্রখ্যাত সংগীতশিল্পী কে কে-র মৃত্যুতে ঠিক এমন বার্তাই টুইট করলেন অভিনেতা আর মাধবন।
কে কে-র মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাধবনের পোস্ট, “হৃদয় ভেঙে গেল… অসাধারণ এক মানুষকে হারালাম, হারালাম এক অসাধারণ কন্ঠস্বর। শান্তিতে থেকো ভাই। স্বর্গ আজ অনেক বেশি ভাগ্যবান”। এক ফ্যানের টুইটের উত্তরে পরে তিনি লেখেন… “আজ আমার কন্ঠস্বর হারিয়ে ফেললাম। বিদায় আমার ভাই।”
প্রয়াত সংগীতশিল্পী কে কে-র সঙ্গে ব্যক্তিগত স্তরেও দারুণ বন্ধুত্ব ছিল আর মাধবনের। একে অপরকে ভাই বলতেন তাঁরা। আর মাধবনের সুপারহিট হিন্দি ছবি ‘রেহানা হ্যায় তেরে দিল মেঁ’-র বাম্পার হিট গান সচ কহ রহা হ্যায় দিওয়ানা। আসমুদ্র হিমাচল এই গানে মেতে উঠেছিল। ভালোবাসা জাহিরেও যেন মুশকিল আসান ছিল কে কে-র এই গান।