PM Modi: কেকে-র প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী, শোকার্ত দেশের রাজনৈতিক মহল

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): মাত্র ৫৩ বছর বয়সে থেমে গিয়েছে প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র কণ্ঠ, কেকে-র অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রমুখ। সঙ্গীত মহলের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলও শোকস্তব্ধ। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে কলকাতার একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৫৩ বছরের গায়ককে। মঙ্গলবার রাতেই কেকে-র মৃত্যুর দুঃসংবাদ পান প্রধানমন্ত্রী। এরপর টুইটারে প্রধানমন্ত্রী শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল মৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোকবার্তায় জানিয়েছেন, “কেকে একজন অত্যন্ত প্রতিভাবান এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন গায়ক ছিলেন। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং ভারতীয় সঙ্গীতের জন্য বড় ক্ষতি। নিজের প্রতিভাধর কণ্ঠে তিনি অগণিত সঙ্গীতপ্রেমীর মনে অমলিন ছাপ রেখে গিয়েছেন।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোকবার্তায় জানিয়েছেন, “কেকে ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন গায়ক। তাঁর প্রাণময় কণ্ঠ আমাদের অনেক স্মরণীয় গান উপহার দিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *