ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মে।। দুইশ’ চল্লিশ জন ফুটবলারের স্বাক্ষর। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। ক্রিকেট ছাড়া অন্যান্য জনপ্রিয় ইভেন্টের কাছে ঈর্ষণীয় বিষয়। ঘরোয়া ফুটবলের ক্লাব ভিত্তিক টুর্ণামেন্টে এই ফুটবলাররা মাঠে নামবেন। কে কোন্ দলের হয়ে খেলবেন তার-ই নথি তৈরি করা হয়েছে এই সই গ্রহণের মধ্য দিয়ে। এবারকার দশদিনের দলবদল পর্বে সর্বমোট ২৪০ জন ফুটবলার দলবদলের খাতায় সই করেছেন। শেষ দিনে ২৩ জন টিএফএ’র অফিসকক্ষে দলবদলের টেবিলে গুরুত্বপূর্ণ খাতায় স্বাক্ষর করে প্রিয় ক্লাবের নাম জানিয়েছেন। আসন্ন ফুটবল মরসুমে এর যথেষ্ট প্রভাব পড়বে বলে ফুটবলপ্রেমীদের ধারণা। নাম প্রত্যাহারের জন্য আগামীকাল রাখা হয়েছে। এদিকে আজ শেষ দিনে ভারতরত্ন সংঘের হয়ে রক্ষিত দেববর্মা সই করেছেন। এনএসআরসিসি-র হয়ে খেলার জন্য রিপন দেবনাথ, উমাকান্ত কোচিং সেন্টারের হয়ে খেলার জন্য নিমাই দেবনাথ, আনন্দ ভবনের হয়ে দুষ্মন্ত রিয়াং, ত্রিবেনী সংঘের হয়ে প্রদীপ বর্মন, বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে হয়ে লাল শুইয়া ডারলং সই করেছেন। এছাড়া, বিরেন্দ্র ক্লাবের হয়ে খেলার জন্য জীবেন্দ্র ডারলং, কোর্বান জমাতিয়া সই করেছেন। কল্যাণ সমিতির হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন পরিমল দেববর্মা, হৃদয় ত্রিপুরা, বিশ্বজিৎ রিয়াং এবং আলফা দেববর্মা। স্কাইলার্ক ক্লাবের হয়ে খেলার জন্য দীপু দেববর্মা, এলেক্স ডারলং এবং ভিপ্টর ত্রিপুরা স্বাক্ষর করেছেন। টাউন ক্লাবের হবে খেলার জন্য অভিনাশ হালাম, রাকেশ রিয়াং, নিলাল মুক্ত হালাম স্বাক্ষর করেছেন। বিবেকানন্দ ক্লাবের হয়ে ভেভিড দেববর্মা, অনিমেষ দেববর্মা এবং হেমন্ত দেববর্মা সই করেছেন। ইউনাইটেড বিএসটি-র হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন দুলাল দেববর্মা এবং অভিষেক ধানুক।
2022-05-30