উপনির্বাচনকে ঘিরে প্রচার শুরু সুদীপের

আগরতলা, ৩০ মে : উপনির্বাচনকে ঘিরে ঘিরে বাড়ি প্রচার শুরু করেছে সুদীপ রায় বর্মনের অনুগামীরা।

আগামী ২৩ জুন রাজ্যের চারটি আসনের উপনির্বাচন। আর এই নির্বাচনের নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়েছে সোমবার। এদিন থেকেই কার্যকর হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। ইতিমধ্যেই প্রচারে এগিয়ে রয়েছে বিজেপি। সোমবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর এলাকায় বাড়ি বাড়ি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার চালান অনুগামীরা। প্রার্থীর নাম ঘোষণা না হলেও এই আসন থেকে প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তা নিশ্চিত করে ধরে নিয়েছে অনুগামীরা।তাই এদিন সুদীপ রায় বর্মণের হয়ে প্রচার চালান তারা। গুটি কয়েক কংগ্রেস কর্মী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান অনুগামীরা। ইতিমধ্যেই বামফ্রন্টের পক্ষে চারটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে কংগ্রেস বা বিজেপি দলের প্রার্থীরা এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *