শিলচর (অসম), ৩০ মে (হি.স.) : গতকাল রবিবার শিলচরে ধৃত ২৬ জন রোহিঙ্গার মধ্যে ১২ জনকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতের নিৰ্দেশে ৬ জন পুরুষ এবং ৬ মহিলাকে জেল হাজোতে পাঠিয়েছে আদাল৷ মহিলা কয়েকজনের সঙ্গে ৭-টি শিশুও আছে৷ এছাড়া ৭ নাবালক-নাবালিকাকে পৰ্যবেক্ষণ গৃহে পাঠানো হয়েছে৷
প্রসঙ্গত, রবিবার সকালে শিলচরের ব্যস্ততম এলাকা দেবদূত পয়েন্ট সংলগ্ন স্থান থেকে ১২টি শিশু ও আটজন মহিলা সহ মোট ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল শিলচ সদর থানার পুলিশ। শিলচরের জনৈক দালালের হাত ধরে কাশ্মীর থেকে দিল্লি হয়ে ট্রেনে চড়ে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে এসেছিল ধৃত ২৬ রোহিঙ্গা। কামাখ্যা থেকে তিনটি বিলাসবহুল ইনোভা গাড়ি রিজার্ভ করে গতকাল সকালে শিলচরে পৌঁছে তারা। তবে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে গাড়ি থেকে নামার সঙ্গে-সঙ্গে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।