জম্মু, ২৪ মে (হি.স.): চিকিৎসায় গাফিলতি নিয়ে বারবার অভিযোগ ওঠে নানা হাসপাতালের বিরুদ্ধে। কিন্তু, এবার যা ঘটল তাতে চোখ কপালে উঠে যাবে। জন্ম নেওয়া সদ্যোজাতকে ‘মৃত’ ঘোষণা করে পরিবারের হাতে তুলে দিল জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহালের একটি সরকারি হাসপাতাল! শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় বেঁচে ওঠে ছোট্ট শিশুটি। বানিহালের উপ জেলা হাসপাতালের ঘটনা। নবজাতককে ‘ভুল মৃত্যু ঘোষণা’-র তদন্ত করার জন্য ৪-সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকালে জন্ম নেওয়ার কিছু পরেই শিশুটিকে ‘মৃত’ ঘোষণা করা হয় হাসপাতালের পক্ষ থেকে। শোকস্তব্ধ পরিবার শিশুটিকে শেষকৃত্যের জন্য নিয়ে যাচ্ছিল, এমন সময় শিশুটি নড়াচড়া করে। সন্তান বেঁচে ওঠায় আনন্দের পাশাপাশি ক্ষোভে ফেটেও পড়েন বাশরাত আহমেদ গুজ্জর ও তাঁর স্ত্রী শামিনা বেগম, ক্ষোভপ্রকাশ করেন স্থানীয় বাসিন্দা, তাঁদের আত্মীয়রাও। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার ব্লক মেডিক্যাল অফিসার রাবিয়া খান জানিয়েছেন, তদন্ত চলছে। হাসপাতালের দুই নার্সকে বরখাস্ত করা হয়েছে।