বারাণসী, ২৪ মে (হি.স.): পিছিয়ে গেল জ্ঞানবাপী মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার এই মামলায় মসজিদ কমিটির আবেদন শুনবে বলেই জানিয়েছে বারাণসী জেলা আদালত। আদালত উভয় পক্ষকেই কমিশনের প্রতিবেদনে আপত্তি জানাতে এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ চত্বরের ‘মা শৃঙ্গার গৌরী অঞ্চলে’ (ওজুখানা ও ভূগর্ভস্থ তহ্খানা) পুজোর অধিকার চেয়ে পাঁচ মহিলা ভক্তের দায়ের করা আবেদনের শুনানির পরে সোমবার নির্দেশ সংরক্ষিত রেখেছিলেন জেলা বিচারক একে বিশ্বেস। মঙ্গলবারও জ্ঞানবাপী মামলার শুনানি হয় বারাণসী জেলা আদালতে।
হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, মামলা খারিজ সংক্রান্ত আদেশ ৭, রুল ১১ সিপিসি-র অধীনে মসজিদ পক্ষের আবেদনের শুনানি হবে ২৬ মে। আদালত উভয় পক্ষকে কমিশনের প্রতিবেদনে আপত্তি জানাতে এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদ মামলা শুনানির জন্য বারাণসী জেলা আদালতে পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের জেরেই বারাণসী দায়রা আদালতে থেকে সরানো হয় ওই ‘স্পর্শকাতর’ মামলা।